১৮৮ পদে পরিবেশ অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি 2025 । কোন পদের কি কাজ? Doe Job Circular 2025 । Instant world News

 

১৮৮ পদে পরিবেশ অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি 2025 । Doe Job Circular 2025 । Instant world News

পরিবেশ অধিদপ্তরে ১৮৮ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনার বাংলাদেশের সকল জেলার নাগরিগ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। বিশেষ করে এসএসসি থেকে স্নাতক পাশ ছেলে ও মেয়ে আছেন। আপনি যদি বাংলাদেশের স্থায়ী নাগরিক হয়ে থাকেন এবং অনলাইনে বা ব্যক্তিগত জীবনে চাকুরি খুজছেন তাহলে, আপনার জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি হতে পারে সরকারি চাকুরি পাওয়ার একটি সুবর্ণ সুযোগ। চলুন আমরা নিচে বিস্তারিত আলোচনা করি।


ক্র: নং পদের নাম ও বেতন স্কেল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞা জেলা
০১ হিসার রক্ষক
গ্রেডঃ ১২ 

১৩টি

ক) বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের ডিগ্রি।
খ) কম্পিউটাারেএমএস অফিস এবং এমএস এক্সেলে কাজের সনদ।
সকল জেলা
০২ সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
গ্রেডঃ ১৩ 
১১টি ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণির বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
খ) কম্পি উটার চালনায় দক্ষতা।
গ) সাঁটলিপি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ৫০ ও ইংরেজিতে সর্বনিম্ন ৮০ শব্দ এবং কম্পি উটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় সবর্নিম্ন বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
সকল জেলা
০৩ উচ্চমান সহকারী 
গ্রেডঃ ১৩ 
৩টি ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
খ) কম্পি উটার চালনায় দক্ষতা।
গ) কম্পি উটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় সবর্নিম্ন বাংলায় ২৫ ও  ইংরেজিতে ৩০ শব্দের থাকতে গতি হবে।
সকল জেলা
০৪ ড্রাফটসম্যান (নন-ডিপ্লোমা)
গ্রেডঃ ১৫ 
১টি ক) কোনো স্বীকৃত বোর্ড হতে সিভিল ড্রাফটিং ট্রেডসহ অন্যূন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ।
খ) সংশ্লিষ্ট কাজে অন্যূন ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
সকল জেলা
০৫ গবেষণাগার সহকারী
গ্রেডঃ ১৫ 
১৭টি ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন  দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্ফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তর্ণ হতে হবে।সকল জেলা
০৬ ডাটা এন্ট্রি অপারেটর
গ্রেডঃ ১৬ 
৩৩টি ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন  উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরিক্ষায় উত্তীর্ণ।
খ) কম্পি উটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০  ও ইংরেজিতে ২০ শব্দের টাইপিং গতি থাকতে হবে।
সকল জেলা
০৭ অফিস সহকারী কাম কম্পি উটার মুদ্রাক্ষরিক
গ্রেডঃ ১৬ 
১টি ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন  দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসহ উচ্চ মাধ্যমিক স্কুল সার্ফিকেট বা সমমানের পরিক্ষায় উত্তীর্ণ।
খ) কম্পি উটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজীতে ২০ শব্দের টাইপিং স্পিড থাকতে হবে।
সকল জেলা
০৮ নমুনা সংগ্রহকারী
গ্রেডঃ ১৬
৩২টি ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন  দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্ফিকেট বা সমমানের পরীখ্ষায় উত্তীর্ণ হতে হবে।সকল জেলা
০৯লাইব্রেরী সহকারী
গ্রেডঃ ১৬
১টি ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন  দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
খ) গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্সম্পন্ন হতে হবে।
সকল জেলা
১০ক্যাশিয়ার
গ্রেডঃ ১৬
৩টি ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন  দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসহ বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরিক্ষায় উত্তীর্ণ হতে হবে।
খ) কম্পি উটার এমএস অফিস এবং এমএস এক্সেলে কাজের সনদ থাকতে হবে।
সকল জেলা
১১স্টোর কিপার
গ্রেডঃ ১৬
৫টি ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন  দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসহ বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরিক্ষায় উত্তীর্ণ হতে হবে।
খ) কম্পি উটার এমএস অফিস এবং এমএস এক্সেলে কাজের সনদ থাকতে হবে।
সকল জেলা
১২গাড়ি চালক
গ্রেডঃ ১৬
১টি ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন  জুনিয়ন স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
খ) হালকা অথবা ভারী যানবাহন চালনার লাইসেন্স থাকতে হবে।
গ) গাড়ি চালনায় অন্যূন ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
সকল জেলা
১৩প্রসেস সার্ভার
গ্রেডঃ ১৮
২টি ক) কোনো স্বীকৃত বোর্ড হতে  অন্যূন  মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরিক্ষায় উত্তীর্ণ হতে হবে।সকল জেলা
১৪ক্যাশ সরকার
গ্রেডঃ ১৯
১টি ক) কোনো স্বীকৃত বোর্ড হতে  অন্যূন  মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরিক্ষায় উত্তীর্ণ হতে হবে।সকল জেলা
১৫ল্যাব এটেনডেন্ট
গ্রেডঃ ১৯
১৬টি ক) কোনো স্বীকৃত বোর্ড হতে  বিজ্ঞান বিভাগে অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরিক্ষায় উত্তীর্ণ হতে হবে।সকল জেলা
১6অফিস সহায়ক
গ্রেডঃ ২০
৪৮টি ক) কোনো স্বীকৃত বোর্ড হতে  অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরিক্ষায় উত্তীর্ণ হতে হবে।সকল জেলা
-মোট পদের সংখ্যা ১৮৮টি

 Doe Jobs Selection Method

পরিবেশ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিতে নিয়োগ পেতে হলে অবশ্যই লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরিক্ষায় উত্তর্ণী হতে হবে। প্রতিটি পরিক্ষার জন্য প্রয়োজনীয় কাগজ পত্রের তালিকা প্রবেশ পত্রে দেওয়া থাকবে কিংবা নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখুন। 

Doe Job Circular 2025

পরিবেশ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম, বেতন গ্রেড ও স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিবরণ এবং জেলার কোটা আমারা আলোচনা করেছি। নিচে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও তার উত্তর শেয়ার করছি।

প্রশ্ন উত্তর
নিয়োগ দাতা কে? পরিবেশ অধিদপ্তর (Doe)
পোস্টের নাম কী? নিচে নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখুন।
কোথায় জেলায় করতে হবে? নিয়োগ দাতার স্বার্থে যেকোন জায়গায় নিয়োগ বা পোস্টিং দিতে পারে।
কতটি ক্যাটাগরীতে নিয়োগ হবে? ১৬টি
পদের সংখ্যা কত? মোট ১৮৮টি
চাকরির ধরন কী? ফুল টাইম
সরকারি না বেসরকারি সরকারি
কারা আবেদন করতে পারবে? ছেলে মেয়ে উভয়।
বয়স কত? ১৮ থেকে ৩২ বছর (০১ অক্টোবর ২০২৫) ইং তারিখ থেকে হিসাব করে।
শিক্ষাগত যোগ্যতা কী? অষ্টম থেকে স্নাতক পাশ।
অভিজ্ঞতা লাগবে কিনা? পোস্ট অনুযায়ী অভিজ্ঞতা ও নতুনরাও আবেদন করতে পারবেন।
অভিজ্ঞতা লাগবে কিনা? নতুনরাও আবেদন করতে পারবেন। (শর্ত মোতাবেক)
বেতন কত? ৮২৫০ থেকে ২৯৩০০ টাকা পর্যন্ত
সুযোগ সুবিধা কী? সরকারি সকল সুযোগ-সুবিধা পাবেন।
আবেদনন ফি কত? পদ ভিত্তিক (নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখুন)।
বিজ্ঞপ্তিটি কবে প্রকাশিত হয়েছে? ২৭ অক্টোবর ২০২৫ খ্রি.
আবেদন শুরু কবে? ৩০ অক্টোবর ২০২৫ ইং তারিখ সকাল ১০টা থেকে।
আবেদন শেষ কবে? ২০ নভেম্বর ২০২৫ ইং তারিখ বিকাল ৫টায়।

পরিবেশ অধিদপ্তর নোটিশ Pdf Download

পরিবেশ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করা গুরুত্বপূর্ণ  কারণ পিডিএফে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো একজন প্রাথীর জানা আবশ্যক। তাই নিচে আমরা  Doe Job Circular 2025 টি আপলোড করছি যাতে সহজেই ডাইনলোড করতে পারেন। 

১৮৮ পদে পরিবেশ অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি 2025 । Doe Job Circular 2025 । Instant world News

১৮৮ পদে পরিবেশ অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি 2025 । Doe Job Circular 2025 । Instant world News

১৮৮ পদে পরিবেশ অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি 2025 । Doe Job Circular 2025 । Instant world News

নিয়োগ বিজ্ঞপ্তি সোর্চ: অফিসিয়াল ওয়েব সাইট।
আবেদন শেষ: ২০ নভেম্বর ২০২৫ ইং তারিখ বিকাল ৫টা।
আবেদন লিংক: ক্লিক করুন।

গুরুত্বপূর্ণ শর্তসমূহ-

১। ২, ৩ ও ৭ নং ক্রমিকের উল্লিখিত সাঁটলিপিকার কাম কম্পি উটার অপারেটর, উচ্চমান সহাকারী এবং াফিস সহকারী কাম কম্পি উটার মুদ্রাক্ষরিক পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বসয়সীমা ৪০ বছর।
২। পরিবেশ অধিদপ্তরে অন্যূন ২ বছর স্থায়ী বা অস্থায়ীভাবে চাকরিরত কর্ম
চারীগণ বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন এবং আবেদনপত্র পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। চূড়ান্ত নির্বাচনের ক্ষত্রে প্রার্থীদের দাপ্তরিক তথ্য যাচাই করা হবে।
৩। চাকরিরত সকল প্রাথীকে মৌখিক পরিক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি/ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।
৪। যাদের এনআইড কার্ড  আছে তারা নির্ধারিত স্থানে দিবেন এবং না থাকলে জন্ম সনদের ঘরের অবশ্যই জন্ম সনদ নম্বর প্রদান করতে হবে।
৫। আবেদন শুরু ৩০-১০-২০২৫ ইং তারিখ সকাল ১০ টায় এবং শেষ ২০-১১-২০২৫ ইং তারিখ বিকাল ৫টায়।
৬। আবেদন ফি: ১ নং পদের জন্য ১৬৮ টাকা, ২-১২ নং পদের জন্য ১১২ টাকা, ১৩-১৬ নং পদের জন্য ৫৬ টাকা। সাথে ম্যাসেজ চার্জ যুক্ত হবে।

পরিবেশ অধিদপ্তরে আবেদন পদ্ধতি

Doe Job Circular 2025 নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য আমাদের লিংক অথবা গুগলে সার্চ করতে হবে doe jobs apply Online লিখে সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইট আসবে সেটাতে ভিজিট করতে হবে। এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন অনলাইনে সাবমিট করতে হবে। অনলাইনে আবেদন সাবমিট করার পর প্রাথমিক ভাবে আবেদন সম্পুর্ণ হবে এবং একটি ইউজার আইডি পেয়ে যাবেন। তবে আবেদন এখানেই শেষ নয়। আবেদন ফি দিতে হবে। কিভাবে আবেদন ফি জমা দিবেন নিচে আলোচনা করছি।

অনলাইনে আবেদন পদ্ধতি

আপডেট হচ্ছে...?

Doe Job Circular Applications fee

আবেদন ফি জমা দেওয়ার জন্য অবশ্যই টেলিকট সিমের ম্যাসেক অপশনে গিয়ে টাইপ করতে হবে DOE><ইউজার আইডি এবং সেন্ট করতে হবে 16222 নাম্বারে। ম্যাসেটি পাঠানোর কিছুক্ষণ পর আপনাকে একটি ফিরতি ম্যাসেজ দেওয়া হবে। এবং সেই ম্যাসেজে একটি পিন নম্বর থাকবে উক্ত পিন নাম্বারটি ব্যবহার করে দ্বিতীয় ম্যাসেজ পাঠাতে হবে। দ্বিতীয় ম্যাসেজের জন্য টাইপ করতে হবে DOE YES PIN এবং সেন্ট করতে হবে 16222 নাম্বার। উক্ত ম্যাসেজটি সফলভাবে প্রেরণ হলে আপনাকে আবারও একটি ফিরতি ম্যাসেজ দেওয়া হবে এবং সেই ম্যাাসেজে ইউজার আইডি ও পাসওয়ার্ড থাকবে এটি সংরক্ষণ করতে হবে। কারণ পরবর্তীতে এগুলো ব্যবহার করে সকল পরিক্ষার জন্য এ্যাডমিট কার্ড ডাইনলোড করতে হবে।


কোন পদের কী কাজ? পদোন্নতী হবে কিনা?

আপডেট হচ্ছে...?


এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যেকোন প্রশ্ন থাকলে কমেন্টে করুন। কমেন্ট বক্সে অবশ্যই মোবাইল নাম্বার উল্লেখ করবেন।

#Instant_world_news #Bd_Jobs #Doe_Job_Circular_2025

Comments